Refund Policy
কোর্সটিতে জয়েন করার পর অবশ্যই কোর্সে দেওয়া সকল এসাইনমেন্ট কমপ্লিট করতে হবে এবং সময়মত জমা দিতে হবে। ক্লাস শুরু হবার পর কোর্সের মাঝামাঝি এসে কোনোভাবেই কোর্সের টাকা রিফান্ডযোগ্য নয় ।
সকল এসাইনমেন্ট এবং টাস্ক সফলভাবে সম্পন্ন করার দুই মাসের মধ্যে যদি ইনকাম জেনারেট না হয় তাহলে অবশ্যই কোর্সের টাকা রিফান্ডযোগ্য। সেক্ষেত্রে আমাদের ইমেইল এড্রেস projectbrights.com@gmail.com এ মেইল করার ৭-১০ দিনের মধ্যে আপনার রিফান্ড পৌছে যাবে ।
এর ব্যাতীত আমাদের আর কোনো রিফান্ড পলিসি নেই ।
এই কোর্সটি সম্পূর্ণ রেকর্ডেড ফরম্যাটে দেওয়া হবে, তাই একবার কোর্সে এনরোল ও অ্যাক্সেস পাওয়ার পর কোনো কারণেই রিফান্ড প্রদান করা হবে না।
রিফান্ড শুধুমাত্র নিচের ক্ষেত্রে বিবেচনা করা হবে:
পেমেন্ট সম্পন্ন হয়েছে, কিন্তু কোর্স অ্যাক্সেস প্রদান করা হয়নি
পেমেন্ট সম্পন্ন হওয়ার পর যদি টেকনিক্যাল কোনো সমস্যার কারণে আপনি ভিডিও দেখতে না পারেন এবং আমাদের সাপোর্ট টিম সেই সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে রিফান্ড বিবেচনা করা হবে।
এই দুটি পরিস্থিতি ছাড়া কোনো কারণেই রিফান্ড প্রদান করা হবে না।
রিফান্ড আবেদন করার নিয়ম:
📧 ইমেইল করুন: projectbrights.com@gmail.com
ইমেইলে যা যুক্ত করতে হবে:
নাম
মোবাইল নম্বর
পেমেন্টের স্ক্রিনশট
সমস্যার স্ক্রিনশট (যদি টেকনিক্যাল ইস্যু হয়)
যাচাই সম্পন্ন হওয়ার পর ৭-১০ কার্যদিবস এর মধ্যে রিফান্ড প্রসেস করা হবে।